শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
করাঙ্গীনিউজ:
পাবনার সাঁথিয়ায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী (৯) কে ধর্ষণচেষ্টার অভিযোগে দিলবার শেখ (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দিলবার শেখ উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রামের বাসিন্দা।
মামলার এজহার সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি পার্শ্ববর্তী বেড়া উপজেলায়। সে বড়গ্রামে নানার বাড়ি থেকে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে।
গত গত রোববার (০৫ সেপ্টেম্বর) শিশুটি পার্শ্ববর্তী বিলে গোসল করতে গেলে অভিযুক্ত দিলবার শেখ শিশুটিকে সাঁতার শেখানোর অছিলায় নানা ধরণের কথা বলে ধীরে ধীরে ধানের ক্ষেতে নিয়ে যায়। শিশুটি কিছু বুঝে ওঠার আগেই দিলবর শেখ তার পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এ অবস্থায় শিশুটি চিৎকার দিয়ে ছুটে পালিয়ে বাড়ি এসে নানার কাছে ঘটনার বর্ণনা দেয়। এরপর থেকে বৃদ্ধ পলাতক ছিল।
বিষয়টি নিয়ে গ্রাম্য মাতব্বরদের কাছে অভিযোগ দিলে বিচারের আঁশ্বাস দিয়ে টালবাহানা করে। অবশেষে শিশুটির নানা মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাতে সাঁথিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ বুধবার দুপুরে অভিযুক্ত দিলবার শেখকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মেয়েটির নানা আব্দুস সামাদ বলেন, এই ঘটনায় এলাকার মুরব্বিদের নিকট অভিযোগ দিয়েও বিচার পাইনি। পরে বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি। আমার নাতিকে যারা সর্বনাশ করেছে তার কঠিন শাস্তি চাই।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামী দিলবার শেখকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।