বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সংস্থার কার্যালয়ের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনির্মিত, পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রজেক্ট ও প্রকল্প ম্যানেজার রোমিও রতন গমেজ। আনিসুজ্জামান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ প্রমুখ।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।