বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় মানবতার সেবায় সিলেটের ‘অক্সিলাইফ’র পদক্ষেপ প্রশংসনীয়। ইমার্জেন্সি রোগীদের দেওয়া হচ্ছে প্রাথমিক হোম চিকিৎসা। সিলেটের মিলেনিয়াম ব্যাচ এর এসএসসি-২০০০ এবং এইচএসসি ২০০২ তত্ত্বাবধানে চলছে এই মহতি কাজ।
বুধবার সিলেটের নগরীর কোর্ট পয়েন্টে জনসাধারণকে সচেতনার উদ্দেশ্য নিয়ে জরুরি স্বাস্থ্য সেবার লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ ও কোভিড-১৯ টিকা প্রদানের জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে সিলেট মিলেনিয়াম ব্যাচের কোভিড-১৯ ফাইটার্সরা। এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে সবাই।
অক্সিলাইফ কোভিড-১৯ জরুরি সেবা সমূহ :
১।টেলিমেডিসিন সেবা (সরাসরি ফোন কলের মাধ্যমে ২৪ ঘন্টা) প্রদান করা হয়। ২। ইমার্জেন্সি রোগীদের প্রাথমিক হোম চিকিৎসা সেবা প্রদান করা হয়।
৩।জরুরি অক্সিজেন সেবা প্রদান।
৪।রোগ নির্ণয়ের জন্য স্যাম্পল কালেকশনে সহযোগিতা প্রদান করা হয়।
৫। সংকটাপন্ন রোগীদের হাসপাতালে ভর্তিতে সহযোগিতা প্রদান করা হয়।
৬।কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা মুলক প্রোগ্রাম আয়োজন করা হয়।
৭।বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি অংশগ্রহণে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ চিকিৎসা সংক্রান্ত প্রোগ্রাম আয়োজন করা হয়।
৮।গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
৯। কোভিড-১৯ সন্দেহভাজন রোগীদের অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে সপ্তাহব্যাপী বহির্বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আমাদের অক্সিলাইফ হটলাইন ০১৩০৫২১৫০৪২(সকাল ১০ টা হতে দুপুর ৩ টা)
০১৮২৩১৩৮৮১৭(বিকাল ৪ টা হতে রাত ১২ টা)