বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের ৩৬ দিন পর সুচিত্রা শব্দকর (৪০) নামে চা বাগানের এক পরিচ্ছন্নতাকর্মীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে পাত্রখোলা চা বাগানের নিজ বাড়ির উঠান খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সুচিত্রা শব্দকরের স্বামী সুবাস বাউরীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায় পাত্রখোলা চা বাগান বাজার এলাকা থেকে ৩৬ দিন আগে নিখোঁজ হন সুচিত্রা শব্দকর।
অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ মেলেনি। গতকাল মেয়ে সীমা শব্দকর মায়ের বিষয়ে বাবাকে জেরার এক পর্যায়ে সুবাস বাউরী স্বীকার করেন, তিনি রাগের মাথায় কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। পরে সবার অজান্তে বাড়ির উঠানে লাশ পুঁতে রাখেন তিনি।
মেয়ের কাছে স্বীকারোক্তির পর সুবাস পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে গাছে বেঁধে রাখে। পরে খবর দিলে পুলিশ এসে উঠান খুঁড়ে লাশ উদ্ধার ও সুবাসকে আটক করে থানায় নিয়ে যায়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, জিজ্ঞাসাবাদে সুবাস জানিয়েছেন স্ত্রীর সঙ্গে বসে মদ পানের সময় পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাগের মাথায় কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে বাড়ির উঠানে লাশ পুঁতে রাখেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ মামলায় সুবাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।