বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ল্যাট্রিনের রিং বসানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুর রউফ নামে এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হাটগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হাটগ্রাম এলাকার আব্দুর রহমানের পুত্র।
গোয়াইনঘাট থানার ওসি পরিমল দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি পরিমল দেব জানান, ল্যাট্রিনের রিং বসানো নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় গরুর চামড়া ছাড়ানোর কাজ করছিলেন তার চাচাতো ভাই মানিক। তখন মানিক ছুরি দিয়ে আব্দুর রউফকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।