বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি,সিলেট: সিলেটের তামাবিল সীমান্ত থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ জুন) রাত ১ টার দিকে বিজিবি তাকে আটক করে। ওই নাইজেরিয়ান নাগরিক এই সীমান্ত পথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
আটক নাইজেরিয়ান নাগরিকের নাম অনিবুচুকভু স্টেনলি ইগভু (৩২)। পাসপোর্ট নাম্বার-A10342855।
বিজিবি সূত্রে জানা যায়, সে তামাবিল স্থলবন্দরের পিছনের ১২৭৫/6S সাব পিলারের পাশদিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় তামাবিল বিওপির নায়েক সুবেদার মো. সুরুজ আলী’র নেতৃত্বে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পিছনে অবস্থান নিয়ে তাকে আটক করে। পরে রাত ১টায় আইনি প্রক্রিয়া শেষে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে বিজিবি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, রাত ১টায় বিজিবি নাইজেরিয়ান নাগরিককে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে।