বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ ( মৌলভীবাজার)
: “দুর্যোগ ঝূকি হ্রাস পূর্ব প্রস্তুতি– টেকসই উন্নয়নে আনবে গতি”‘ এই প্রতিপাধ্য নিয়ে প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ড মোকাবেলায় অগ্নি নির্বাপণ সংক্রান্ত মহরা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলারশমশেরনগর এ এ টি এম উচ্চ বিদ্যালয় ও আলীনগরের কামুদপুর উচ্চ বিদ্যালয়ে এ মহরা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কমলগঞ্জ ও বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা শাখা অংশগ্রহণ করে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের এর সার্বিক তত্ত্বাবধানে কমলগঞ্জ উপজেলার যথাক্রমে কামদপুর উচ্চ বিদ্যালয় ও এ এ টি এম উচ্চ বিদ্যালয় প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ড মোকাবেলায় অগ্নিনির্বান সংক্রান্ত মহরায় উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, প্রধান শিক্ষক জিল্লুর রহমান স্কাউটস সম্পাদক মোঃ মোসাহিদ আলী প্রমুখ।