• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

১০ মিনিটে ২ বার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৭ জুন, ২০২১

করাঙ্গীনিউজ: ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। জানা গেছে, ১০ মিনিটের ব্যবধানে দু’বার কম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম দফায় এবং এক মিনিটের মধ্যে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় দফা কেঁপে উঠে সিলেট নগর।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করলেও এর উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

এর আগে গত ২৯ মে পরপর চারবার ভূমিকম্প অনুভূত হয়। হেলে পড়ে অনেক ভবন। সেদিন সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ড, ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ড ও দুপুর ২টায় ভূমিকম্প অনুভূত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ