বুধবার, ১৪ মে ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি: সোমবার ঢাকায় সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর সিনিয়র অনুসন্ধানী নিজস্ব প্রতিবেদক রোজিনা ইসলামকে টানা ৫ ঘন্টা আটকিয়ে হেনস্তা, শারীরিক নির্যাতন ও মিথ্যে মামলায় আসামী করে কারাগারে প্রেরণ করায় মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষে নিন্দা জানানো হয়।
কমলগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে বুধবার ১৯ মে দুপুরে উপজেলা চৌমুহনা চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর প্রতিবাদে মঙ্গলবার কমলগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি কমলগঞ্জ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট, মফস্বল সাংবাদিক ফোরাম কমলগঞ্জ শাখা, জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ শাখা ও কমলগঞ্জ উপজেলা অন লাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ ঘটনার জন্য তীব্র নিন্দা জানান।
কমলগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সভাপতি রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেব রায় যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন অনুসন্ধানী প্রতিবেদকের দায়িত্ব সংবাদের ভিতরের তথ্য বের করে এনে প্রকাশ করা।
সম্প্রতি করোনার সময় স্বাস্থ্য সম্পর্কিত বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন রোজিনা ইসলাম। ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবসহ কর্মকর্তারা পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থেকে সোমবার রোজিনা ইসলামকে আটকিয়ে রেখে হেনস্তা করেছে। এসময় তাকে শারীরিকভাবেও নাজেহাল করে পরে শাহবাগ থানায় সোপর্দ করে হয়রানীমূলক মামলায় আসামী করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এ ঘটনার প্রতিবাদে কমলগঞ্জের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়ে মিথ্যে মামলা প্রত্যাহারসহ রোজিনা ইসলামকে মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানান।