• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে বাস-কারের সংঘর্ষে মা-ছেলে নিহত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৬ মে, ২০২১

করাঙ্গীনিউজ: সিলেটের দক্ষিণ সুরমা সাত মাইল নামক স্থানে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার (১৬ মে) বেলা দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি বাস ও সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুচরে যায়। এতে এক নারী ঘটনাস্থলেই নিহত হন৷ পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক শিশু মারা যায়৷ এঘটনায় আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ