শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি চাষের জন্য গরু না থাকায় দুই ছেলেকে নিয়ে লাঙ্গল টেনে ক্ষেত প্রস্তুত করছেন কৃষক আজগর আলী। এই কৃষক উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। নিজস্ব কোন জমিজমা নেই তার। তাই অন্যের জমি বর্গা চাষ করে জীবন জীবিকা নির্বাহ করেন। এই বিষয়টি ফেসবুকে জানাজানি হলে জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনায় কৃষক আজগর আলীর পাশে দাড়িয়েছেন উপজেলা প্রশাসন।
রবিবার (১৬ মে) বিকাল ৩টার দিকে কৃষক আজগর আলীর বাড়ী পরিদর্শন করে আজগর আলীর স্ত্রী আনোয়ারার হাতে ২০ হাজার টাকা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার।
এর আগে গত গত শনিবার ‘স্থানীয় সাংবাদিক আবদুল আউয়াল তহবিল সবুজ’ এর ফেসবুকে ‘হালচাষ’ শিরোনামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় কৃষক আজগর আলী তার দুই ছেলেকে নিয়ে লাঙ্গল টেনে ক্ষেত প্রস্তুত করছেন। ফলে ফেসবুকের মাধ্যমে ছবিটি জেলা প্রশাসক ইশরাত জাহানের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক তাঁর নির্দেশনায় কৃষক আজগর আলীর জন্য ২০ হাজার টাকার আর্থিক অনুদান নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
এছাড়া জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনা অনুযায়ী সহজ শর্তে আজগর আলীকে ঋণ প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার।