• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

তাহিরপুরে বিপুল পরিমাণ গোলকাঠ ও কয়লা জব্দ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় গোলকাঠ ও বিনাশুল্কে নিয়ে আসা কয়লা জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এর মূল্য প্রায় পাঁচ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা।

শনিবার রাতে জব্দ তালিকা শেষে এসব ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কর্মকর্তার কার্যালয় ও বন বিভাগে জমা দেয়া হয়েছে।

ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের মিডিয়া সেল জানায়, তাহিরপুরের লাউড়েরগড় বিওপির ঘেঁষা সীমান্ত নদী জাদুকাটা দিয়ে পাহাড়ি ঢলের পানিতে ওপারের চোরকারবারিদের ভাসিয়ে দেয়া ভারতীয় গোলকাঠের একটি বড় ধরনের চালান বিজিবি টহল দল শনিবার ভোরে আটক করে।

অন্যদিকে চারাগাঁও বিওপির বিজিবির টহল দল শুক্রবার রাতে সীমান্তের এপারে বিনাশুল্কে নিয়ে আসা দুই হাজার কেজি কয়লা জব্দ করে।

একই জেলার দোয়ারাবাজারে বাঁশতলা বিওপির বিজিবি টহল দল হকনগর কলোনি এলাকা থেকে ভারতীয় গোলকাঠের চালান আটক করেছে।

শনিবার রাতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান, বিজিবির পৃথক দুটি চৌকস দল এসব কাঠ জব্দ করে। এসব জব্দকৃত ভারতীয় কাঠ ও চোরাই কয়লার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা বলে জানান বিজিবি অধিনায়ক।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ