বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে হেফাজতকর্মী ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদে বাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সকাল থেকে রেলওয়ে পুলিশের পাশাপাশি শায়েস্তাগঞ্জ থানা পুলিশও রেল জংশনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা দলবেঁধে টহল দিচ্ছেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, হেফাজতের কর্মীরা যাতে কোন ধরনের নাশকতামুলক কর্মকান্ড চালাতে না পারে সেজন্য স্টেশনসহ সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাষ্টার মুশফিক হোসেন জানান- বাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় এখানে তেমন কোন প্রভাব পড়েনি, তবে ঢাকাগামী আন্তঃনগর জয়েন্তিকা ট্রেনটি দুই ঘন্টা এবং সিলেটগামী জয়েন্তিকা ট্রেনটি ২৫ মিনিট বিলম্বে চলাচল করেছে।