বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিতে সেচ দিতে যাওয়ার সময় ট্রাকচাপায় আব্দুল আহাদ (৪০) নামে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ছুরত আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা অভিমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়া সময় মহাসড়কের উল্লিখিত এলাকায় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আহাদ মারা যান। কৃষক আহাদ একটি পানি সেচের পাম্প নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত কৃষকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে।
=