বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: সিলেটে ট্রাকচাপায় স্বপন কুমার দাস (৩৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ার) সকালে দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার তেমুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, পাথরভর্তি (ঢাকা মেট্রো-ট ১৬-৭৭৩৪) তেমুখী বাইপাস অতিক্রমকালে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়। ঘটনার পর এসএমপির জালালাবাদ থানা পুলিশ ট্রাকচালককে আটক করেছে।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করেছেন।