বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবীর স্মৃতি পরিষদ।
বিশ্ব বাঙালী সম্মেলনের সভাপতি কবি মোঃ আব্দুল খালেক-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
অধ্যাপক এমএ রকিব খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বেগম শীউলী আজাদ এমপি, জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জালাল আহমেদ, ইসলামী ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্ণর আ ফ ম ইয়াহিয়া চৌধুরী, ক্যাপ্টেন (অব) মিজানুর রহমান চৌধুরী, সচিব-বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমী ও জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, সাংবাদিক সাইফুল ফারুকী, মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন, সংগঠক সিরাজুল ইসলাম বাচ্চু, কুতুব উদ্দিন আহমেদ সোহেল প্রমূখ।
সভায় বঙ্গবীর ওসমানীর জীবন, কর্ম ও মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর অপরিসীম অবদানের বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়।