• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে বিআরটিসি বাস কাউন্টার ভাঙচুর

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: বিআরসিটির বাস চলাকে কেন্দ্র করে বিআরটিসির কার্যালয় ভাঙচুর করে পরিবহণ শ্রমিকরা

সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় বিআরটিসি বাসের কাউন্টার ভাঙচুর করেছে হবিগঞ্জ বাস মালিক সংগঠনের শ্রমিকরা।

আজ রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় হামলাকারীরা বিআরটিসির ম্যানেজার জুলফিকার আলীকে মারধর করে কাউন্টার থেকে ল্যাপটপ ও সাড়ে ১২ হাজার, ১টি আইফোন নিয়ে যায়। বিআরটিসি বাসের কাউন্টার ভাঙচুর, লুটপাট করা হলেও বাস চলাচল অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিসি বাস কাউন্টারের কন্ট্রাকটার জুমেল আহমদ জানান, দীর্ঘদিন থেকে হবিগঞ্জ বাস মালিক সমিতিসহ অন্যরা হবিগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল রোডে বিআরটিসি বাস যাতে করে চলাচল না করে সেজন্য তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

রবিবার সিলেট থেকে বিআরটিসির একটি বাস শ্রীমঙ্গলে যাত্রী নিয়ে যাওয়ায় শ্রমিকদের নিয়ে বিআরটিসি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের দক্ষিণ সুরমা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিআরটিসি বাসের শ্রমিকরা জানান, হামলার নেতৃত্ব দেন হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পলাশ আহমদ। এসময় পলাশের সাথে ছিলেন মানিক আহমদ, সবুজ মিয়া, মুক্তা আহমদ, কাশেম মিয়া, শ্রমিক নেতা রুনু মিয়া, আব্দুল মুহিম, মানিক মিয়া। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ