করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে স’মিল শ্রমিক সংঘের সভা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: স’মিল শ্রমিক সংঘ সিলেট জেলা কমিটির সভায় প্রধান অথিথি হিসিবে বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি-২২০০ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রজত বিশ্বাস করোনা মহামারিতে অন্যান্য শ্রমিকদের মতো স’মিল শ্রমিকরাও পার করছেন দুঃসহ সময়। ঝুঁকিপূর্ণ এই সেক্টরের শ্রমিকরা অত্যন্ত কঠিন ও কঠোর পরিশ্রম করেও বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি হতে বঞ্চিত। স’মিল সেক্টরে সর্বশেষ সরকার ঘোষিত মজুরির ৬ বছর আগে ঘোষণা করা হয়েছিল। এই সময়ে দ্রব্য মূল্য কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় এবং সরকারি কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিল্প সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ায় স’মিল শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা জরুরী। তাই অবিলম্বে স’মিল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন করে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতির্পূণ ন্যায্য মজুরি ঘোষণা করতে হবে।

শহরের সুরমা মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স’মিল শ্রমিক সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আইয়ূবুর রহমান। স’মিল শ্রমিক সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, স’মিল শ্রমিক সংঘের জেলা কমিটির সহ-সভাপতি সুরুজ আলী ও যুগ্ম-সম্পাদক এনামুল হক এনাম, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘ রেজিঃ ২৮৭৪ এর সহ-সাধারণ সম্পাদক মোঃ মিলন, স’মিল শ্রমিক সংঘ ওসমানীনগর উপজেলার নেতা রহমত আলী ও ফারুক আলী, স’মিল শ্রমিক সংঘ বালাগঞ্জ উপজেলার নেতা কয়েছ মিয়া, মোঃ রফিকউদ্দিন, প্রমূখ।

সভায় গত ১৯ নভেম্বর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারের বিসমিল্লাহ স’মিলে ভ্রাম্যমান আদালত মালিকের অবর্তমানে কর্মরত দুইজন নিরপরাধ স’মিল শ্রমিককে দুই মাসের কারাদন্ড প্রদান করার বিষয়টিকে ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’ চাপানো হয়েছে মন্তব্য করে নিরিহ স’মিল শ্রমিক সলিম উল্লাহ এবং হামিদুর রহমানকে আদালতের মাধ্যমে মুক্তি প্রদানের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন স’মিল শ্রমিকরা সকাল থেকে রাত ৮/৯ টা পর্যন্ত দৈনিক ১০/১২ ঘন্টা কাজ করতে বাধ্য হন। অথচ দেশের প্রচলিত শ্রমআইনের দৈনিক ৮ ঘন্টা কর্মদিবস নির্ধারণ করা হয়েছে। স’মিল সেক্টরে শ্রমিকদের কাজের কোন নির্দিষ্ট কর্মঘন্টা নাই, অর্জিত ছুটি, চিকিৎসা ছুটি, উৎসব ছুটিসহ শ্রমআইনের ন্যূনতম সুযোগ-সুবিধাও কার্যকর করা হয় না। শ্রমআইনে নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান বাধ্যতামূলক হলেও মালিকরা এসবের ধারধারেন না। স’মিল শ্রমিকদের যেমন নেই কাজের পোষাক, মাক্স, চশমা, গ্লাভস, তেমনি প্রতিষ্টানে ক্রেন ও ট্রলি না থাকায় অমানবিক পরিশ্রম করে বিরাট বিরাট গাছ টেনে মেশিনে তুলতে গিয়ে স’মিল শ্রমিকরা প্রায়ই দূর্ঘটনার শিকার হন। কিন্তু মালিকরা আহত শ্রমিকদের ক্ষতিপুরণ বা উপযুক্ত চিকিৎসা খরচ প্রদান করেন না। তাই বাধ্য হয়েই শ্রমিকদের সংগঠিত হয়ে আন্দোলন-সংগ্রামে পথে অগ্রসর হয়ে দাবি আদায় করে নিতে হবে।

সভা থেকে নতুন মজুরি বোর্ড গঠন করে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য মজুরি এবং স’মিল সেক্টরে নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রমআইন বাস্তবায়ন, চাল ডাল তেল পিয়াজ,আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধ, সর্বস্তরে রেশনিং চালু, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, শ্রমআদালতের সকল মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ