করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিশ্বনাথে নৈশপ্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: সিলেটের বিশ্বনাথ উপজেলার কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আবদুল মতিন খান (৫০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ঘটনায় সংশ্লিষ্টতা না থাকায় মামলার অপর তিন আসামিকে বেখসুর খালাস দেয়া হয়।

সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোফাজ্জল হোসেন (৩০) উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে।

অব্যাহতি দেয়া হয় অভিযুক্ত স্থানীয় যুবলীগ নেতা তারেক আহমদ দোলন, সুন্দর আলী ও সুরুজ আলীকে।

মামলা থেকে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাতে দায়িত্বরত অবস্থায় কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আবদুল মতিন খান কুপিয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্ত মোফাজ্জল। আগের দিন উঠানো বেতনের ৫ হাজার টাকা লুুট করতেই তাকে হত্যা করে সে। এ ঘটনায় পরদিন ৪ জনকে আসামি করে মামলা দেন নিহতের মেয়ে সেলিনা বেগম।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ