মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট:
বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই কমিটি স্থগিত করা হলো।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্রদল-ছাত্রশিবিরের সক্রিয় কর্মীদের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদবি দেয়া হয়। এ ছাড়া অবৈধভাবে বালু লোপাট, প্রকাশ্যে ইয়াবা সেবনের অভিযোগ রয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।