• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আবারো গ্রেফতার হলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: আবারো র‌্যাবের হাতে গ্রেফতার হলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট নগরীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিপুর বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯ এর মিডিয়া দফতর।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বালুচর এলাকাস্থ ব্যক্তিগত কার্যালয় থেকে নিপুকে গ্রেফতার করা হয়। পরে রাত দশটার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯ এর মিডিয়া দফতর।

প্রসঙ্গত, হিরণ মাহমুদ নিপু সিলেট জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি থাকাকালে ২০১৫ সালে কোর্ট পয়েন্টে সিপিবির জনসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান। এসময় মঞ্চে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকেও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার জেরে বহিস্কৃত হন নিপু। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে।

এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২১ নভেম্বর তাকে গ্রেফতার করে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ