নিজস্ব প্রতিনিধি, সিলেট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) নগরীতে বর্ণাঢ্য র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
সিলেট মহানগর শিবির সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মামুন হোসাইন বলেন, ছাত্রশিবির এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবী ছাত্রসমাজের প্রিয় ঠিকানা। অসংখ্য অগনিত পথহারা ও দিশেহারা ছাত্রসমাজের আশ্রয়স্থল। সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতির মাধ্যমে ছাত্রসমাজকে যখন পরিকল্পিত বিপথগামী করা হচ্ছিল, যখন শিক্ষাব্যবস্থা ছিল ধ্বংসের দ্বারপ্রান্তে ইসলামী মূল্যবোধকে উৎখাত করতে খোদাদ্রোহী শক্তি বিস্তার করছিল বিষাক্ত থাবা ঠিক তখনি ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কার্যক্রম শুরু করেছিল ছাত্রশিবির।
প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি ছাত্রশিবির মেধা ও নৈতিকতার সমন্বয় সাধন করে একটি আদর্শ সমাজ গঠনে কার্যকরী ভ‚মিকা পালন করে যাচ্ছে। ছাত্রসমাজের কল্যাণের লক্ষ্যে ভবিষ্যতেও ছাত্রশিবির তার সকল গঠনমূলক কাজ অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি