মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।
এদিকে সম্মেলন সফল করতে শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় সোহরাওয়ার্দী উদ্যানে।
ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন কর্মীরা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম অধিবেশনে উদ্বোধনী পর্ব শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচন করা হবে।