• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট নগরীর কাস্টঘরে যুবক খুন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট নগরীর কাস্টঘর এলাকায় এক যুবক খুন হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাত সোয়া ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এএসআই এমদাদ হোসেনসহ কোতোয়ালী থানার একদল পুলিশ টহলকালে আহত হয়ে পড়ে থাকা অবস্থায় ওই যুবককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান- অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের ডান হাঁটুর উপরে ছুরিকাঘাত এবং রক্তক্ষরণ হতে দেখা গেছে। এছাড়া খুনের প্রাথমিক কিছু আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলে মদ্যপ অবস্থায় ৩/৪ জন যুবকের খবর পাওয়া গেলেও কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ নিয়ে তদন্ত চলছে।

এদিকে ঘটনার পর সিলেট কোতোয়ালী থানার সহকারী কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী ও ওসি মো. সেলিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ