• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে বাসচাপায় পথচারীর মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তাজেল আহমদ (২৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাজেল আহমদ উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী একটি বাস বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনার সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাজেল। এমন সময় বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং বাসের চাপায় পথচারীর মৃত্যু হয়। তিনি আরো বলেন, বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ‍পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ