মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরের কদমতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. রফিক মিয়া (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক জেলার বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তাজপুর গ্রামের বাসিন্দা।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, দুপুরে কদমতলা এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন রফিক। এসময় একটি মোটরসাইকেল পেছন দিকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।