মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের বিশ্বনাথের ব্যবসায়ী ফুল মিয়াকে হত্যার ঘটনার মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার বিকালে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক আমিরুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। একইসাথে আসামি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। অপর এক আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দুদু মিয়া (৫০), উপজেলার মুছেধর গ্রামের তেরা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৬) ও সুনামগঞ্জের চণ্ডিপুর গ্রামের জগত চন্দ্র দাসের ছেলে জয়ন্ত দাস (৩৫)।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন জানান, বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের মুছেধর গ্রামের মাসুক মিয়ার ছেলে ব্যবসায়ী ফুল মিয়াকে তার দোকানে ২০১২ সালের ২৭ জানুয়ারি হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ মে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি শেষে রবিবার রায় ঘোষণা করা হলো।
তিনি জানান, হেলাল উদ্দিন নামের এক আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেন আদালত। আরেক আসামি খালাস পেয়েছেন।