ক্রীড়া ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তবে নিজের ভুল বুঝতে পারায় নিষেধাজ্ঞা কমিয়ে এক বছরের আনা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) তিনটি আইন লঙ্ঘন করায় এই নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাকে।
২০২০ সালে ২৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাকে। ২৯ অক্টোবর থেকে তিনি ফিরতে পারবেন ২২ গজে।