করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

ক্রীড়া ডেস্ক: সম্প্রতি মাঠের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়েছে ৩ ধাপ। অন্যদিকে পিছিয়েছে ভারত।

বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১৮৭ নম্বর থেকে এখন ১৮৪ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে ভারতের অবস্থান ১০৬ নম্বরে। সেপ্টেম্বরে ভারতের অববস্থান ছিল ১০৪ নম্বরে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ এক ধাপ পিছিয়ে ১৫৪ নম্বরে, নেপাল ৬ ধাপ পিছিয়ে ১৬৭ নম্বরে, ভুটান চার ধাপ পিছিয়ে ১৮৯ নম্বরে,পাকিস্তান দুই ধাপ এগিয়ে ২০২ নম্বরে এবং শ্রীলঙ্কা এক ধাপ নেমে ২০৩ নম্বরে অবস্থান করছে।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ চার দলের অবস্থান অপরিবর্তিত আছে। এক নম্বরে বেলজিয়া, দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল এবং চারে ইংল্যান্ড। আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে ১০ থেকে ৯ নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ