করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে চা শ্রমিকের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট-কুলাউড়া রেলপথে ট্রেনে কাটা পড়ে সজল মৃধা (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এ রুটের ভাটেরা ও মাইজগাঁও রেলস্টেশনের মধ্যবর্তী মুমিনছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

সজল ফেঞ্চুগঞ্জের মুমিনছড়া চা বাগানের শ্রমিকের কাজ করতেন এবং ওই এলাকার কান্ত মৃধার পুত্র বলে জানা গেছে।

কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মুমিনছড়া চা বাগান সংলগ্ন রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলো সজল। এসময় আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ারা ট্রেনটি একাধিকবার হর্ন দিলেও সজল মৃধা কানে কম শুনায় সে বিষয়টি বুঝতে পারেনি। এতে চলন্ত ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের দাবির প্রেক্ষিতে তাঁর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ মো. সাজিদুল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সজল কানে কম শুনতো এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলো। তার পরিবারের দাবির প্রেক্ষিতে আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ