নিজস্ব প্রতিনিধি : স্কাইপ কলের মাধ্যমে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির বৈঠকে নবগঠিত আহবায়ক কমিটির এক নেতা গত উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় করজোড়ে ক্ষমা চেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
বৃহস্পতিবার সিলেট জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতারা দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছিলেন ঢাকায়। সন্ধ্যায় তারা তারেক রহমানের সাথে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দীর্ঘ দেড় ঘণ্টার বৈঠকের এক পর্যায়ে নবগঠিত সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাজহারুল ইসলাম ডালিম বিগত উপজেলা নির্বাচনে সিলেট সদর উপজেলা পরিষদে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় তার কাছে কড়জোড়ে ক্ষমা প্রার্থনা করেন। এসময় তারেক রহমান মাজহারুল ইসলাম ডালিমের বক্তব্যের কোন প্রতিউত্তর দেননি। ফলে মাজহারুল ইসলাম ডালিম উপস্থিত নেতাদের তীব্র সমালোচনায় পড়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে অংশ নেয়া বিএনপির জেলা কমিটির নেতারা জানান, অবশ্য ডালিম বক্তব্যের শুরুতে সে দীর্ঘ দিন জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন জানিয়ে তার এসব ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।

বৈঠকে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন- ডালিম সাহেব তারেক রহমানের কাছে মাফ চেয়েছেন ঠিক আছে। কিন্তু মাফ করে দিয়েছেন কিনা আমি শুনিনাই। তবে উপস্থিত অন্যরা বলছে, তারেক সাহেব বলছেন ‘ঠিক আছে’।

বৃহস্পতিবারের বৈঠকের শুরুতে স্কাইপ কলের মাধ্যমে তারেক রহমান সিলেট জেলা বিএনপি নেতাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার সহ বিএনপির নেতারা।