করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ভারতীয় সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে মামলা

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

ক্রীড়া ডেস্ক: ভারতীয় সাবেক ক্রিকেটার মনোজ প্রভাকরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন এক বৃদ্ধা। শুধু ক্রিকেটার একা নন, তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও মামলা ঠুকেছেন তিনি। বৃহস্পতিবার নয়াদিল্লির মালব্যনগর থানায় এ মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মনোজ, তার স্ত্রী ফারহিন প্রভাকর, ছেলে, সহকর্মী সঞ্জীব গোয়েলের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন সন্ধ্যা শর্মা পণ্ডিত নামে এক বৃদ্ধা। এ ছাড়া এ মামলায় আরও দুজনের নাম রয়েছে। প্রতারণা ছাড়াও সবার বিরুদ্ধে জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, দিল্লিতে সন্ধ্যা শর্মার ফ্ল্যাট জবরদখল করেছেন মনোজসহ বাকিরা। দীর্ঘ সময় লন্ডনে ছিলেন ওই বৃদ্ধা। সেই সুযোগে কাজটি করেন তারা। এখানেই শেষ নয়; ওই ফ্ল্যাট ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেন মনোজরা।

পুলিশ বলছে, ফ্ল্যাট বন্ধ করে কিছুদিনের জন্য লন্ডনে যান সন্ধ্যা শর্মা। সেই সুযোগে ফ্ল্যাটটির যাবতীয় কাগজপত্র জাল করে মনোজের নেতৃত্বাধীন দল। তার দীর্ঘ অনুপস্থিতিতে সেটির সদর দরজার চাবিও ভেঙে ফেলেন তারা। ঘরে থাকা জিনিসপত্র লুকিয়ে ফেলেন।

সন্ধ্যা শর্মা বলেন, লন্ডন থেকে ফিরে ফ্ল্যাটটি ফেরত চাই আমি। এ জন্য আমার কাছে দেড় কোটি টাকা দাবি করেন মনোজরা। এমনকি এ নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা।

নয়াদিল্লির সর্বপ্রিয়া বিহারে এক অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে মনোজের ফ্ল্যাট। সেই অ্যাপার্টমেন্টেরই সেকেন্ড ফ্লোরে সন্ধ্যার ফ্ল্যাট। তবে এখন পর্যন্ত এ নিয়ে ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটারের বক্তব্য পাওয়া যায়নি।

দিল্লি পুলিশ জানিয়েছে, আইপিসির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ