বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার মেওয়া এলাকা থেকে তাকে আটক করে। আটক নিজাম বিয়ানীবাজার উপজেলার হাজরাপাড়া গ্রামের ইসরব আলীর ছেলে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আমিনুল ইসলাম জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায় সে ওই ইয়াবা ট্যাবলেট ভারতীয় সীমান্তবর্তী গজুকাটা এলাকার এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার এসআই কামরুল আলমের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।