সোমবার, ১২ মে ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট)প্রতিনিধি:
সিলেট রেঞ্জের ডিআইজ মো. কামরুল আহসান বিপিমে(বার) বলেছেন, যেখানে ধর্মের আবহন সেখানে শান্তি। হউক সনাতন, ইসলাম অথবা অন্য যেকোনো ধর্ম। বাংল দেশ সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হিসেবে একটি অতীত ঐতিহ্য রয়েছে আমাদের। পৃথিবীর কেবলমাত্র আমাদের একটি দেশ যেখানে সারা দেশে এক যোগে দূর্গপূজা উৎসবের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। ধর্ম যার যার হলেও সনাতন ধর্মের মানুষের পাশাপাশি মুসলিম সহ অন্য ধর্মের মানুষেরা পূজা দেখতে আসে যা সাম্প্রদায়িক সম্প্রতি অটুট আছে বলে প্রমাণ পাওয়া যায়। সিলেট বিভাগের ৪টি জেলায় এবার আড়াই হাজারের বেশী মন্ডপে শান্তিপূর্ণ ভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত কোনো এলাকায় অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি রোববার রাত পৌনে ১১টার দিকে ওসমানীনগরের গোয়ালাবাজার কেন্দ্রীয় কালী মন্দিরে সনতান সংঘের সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে পূজারী ভক্ত ও ধর্শনার্থীদের উদ্যোশে প্রধান অতিথির বক্তব্য প্রধান কালে উপরোক্ত কথা ঘুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মোহম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিম সুপার ডিএসবি মো, আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সনাতন সংঘের সাধারণ সম্পাদক কান্তি ভুশন ধর কাজল।
আলোচনা সভা সঞ্চালনা করেন সনাতন সংঘের গ্রন্তনা ওপ্রকাশনা সম্পাদক শিক্ষক মনোজ দাশ পুরকায়স্থ। পূজা ম-প পরিদর্শন কালে অ্যান্যের সাথে উপস্থিত ছিলেন, ডিআইজি ও সুলিশ সুপারের সহধর্মিনী, ওসমানীনগরের ইউএনও মোছা: তাহমিনা আক্তার, ওসি এসএম আল মামুন, ওসি(তদন্ত) এসএম মাঈন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য আবদাল মিয়া, আওয়ামীলীগ নেতা পিনাক পানি ভট্রাচার্য্য, সনাতন সংঘের সভাপতি সত্যেন্দ্র কুমার পাল কানু, গোয়ালাবাজার বনিক সমিতির সভাপিত গেদা মিয়া, সাধারণ সম্পাদক পরিমন কান্তি দেব, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা পূজা পরিষদের একাংশের সভাপতি ডা. নিরঞ্জন ধর, সাধারণ সম্পাদক ডিকে জয়ন্ত, পূজা পরিষদ অপরআংশের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল দাশ সহ গোয়ালাবাজার বনিক সমিতির নেতৃবৃন্দ, সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পূজারী ভক্ত ও দর্শনার্থীগন।
পরে ডিআইজি কামরুল আহসান উপজেলার তাজপুর ইউপির রবিদাশ সার্বজনীন পূজা ম-প পরিদর্শন করেন।