সে নবগঠিত ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের পুর্নানগর উত্তর বল্লাগ্রামের প্রয়াত কুদরত উল্লাহর ছেলে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোয়াইনঘাট লঞ্চঘাটের অদূরে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সে নৌকাযোগে মাছ ধরার সময় গোয়াইন নদীর বল্লা ঢর এলাকা থেকে নিখোঁজ হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ ভেসে উঠার খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে বলে ওসি জানান।