করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ইতিহাস গড়া হল না বাংলাদেশের

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেআবারও স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের।যুব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরাই রয়ে গেল লাল-সবুজের।

সাফ অনূর্ধ্ব-১৮চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হাতাহাতির মতোঘটনাকে কেন্দ্রকরে উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়। শিরোপা নির্ধারণী ম্যাচে তিনটিলাল কার্ড দেখে উভয় দল। বাংলাদেশ দল দুটি লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয়।

আর এই ৯ জনের দল নিয়েই প্রাণপন লড়াই করে বাংলাদেশ। কিন্তু খেলার একিবারেশেষ মুহূর্তেরবি বাহাদুরের গোলে শিরোপা নিশ্চিত করে ভারত। গত আসরের মতো এবারও শিরোপা বঞ্চিত বাংলাদেশ।রানার্সআপ ট্রফি নিয়েইসন্তুষ্ঠ থাকতে হয়।

রোববারনেপালের আর্ম পুলিশ ফোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর পৌনে ৩টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত।

খেলার দ্বিতীয় মিনিটে বিক্রমের গোলে এগিয়ে যায় ভারত। ২১ মিনিটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেহাতাহাতি, যে কারণে উভয় দলের দুই খেলোয়াড়লাল কার্ড দেখেন।হলুদ কার্ড দেখেন বাংলাদেশের ইয়াসিনআরাফাত। সেই ইয়াসিনই ৩৮ মিনিটেগোল করেপিছিয়ে পড়া বাংলাদেশ দলকে (১-১) সমতায়ফেরান।

কিন্তু গোল করার আনন্দ উদযাপন করতে গিয়ে নিজেরজার্সি খুলে ফেলেন ইয়াসিন। যে কারণে দেখেন লাল কার্ড। বাংলাদেশ হয়ে পড়ে ৯ জনের দলে। কার্ডের এই ঘটনাকে কেন্দ্র করেমিনিট তিনেক খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয়।

৯জনের দল নিয়ে খেলার ৯০তম মিনিট পর্যন্ত ভালোই প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ দল। কিন্তু ৯১তম মিনিটে রবি বাহাদুরের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

খেলার একিবারে শেষমুহূর্তে গোল শোধ করতে পারেনি বাংলাদেশ যুব দল।২-১ গোলের ব্যবধানে শিরোপা নিজেদের করে নেয় ভারত।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ