করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জ প্রেসক্লাব এর বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেসক্লাবের আয়োজনে বনভোজন আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় কমলগঞ্জ প্রেসক্লাব থেকে পর্যটন এলাকা বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ,  মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে এসে হীড বাংলাদেশ  এসে সমাপ্ত হয়।
পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, লটারী ও পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন,  কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন,  অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আকনজি, উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন,  ভানুগাছ পৌর বণিক  কল্যাণ সমিতির সহসভাপতি মামুনুর রশীদসহ আরো অনেকে।
এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,  সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি ও কমলগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন ও পুরাতন সাংবাদিকের মিলনমেলায় মুখরিত ছিল সারাদিন।  আনন্দঘন পরিবেশে আনন্দ ভ্রমণে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে  এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ