করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে আন্ত: শ্রেণি ও আন্ত: শাখা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী আন্ত: শ্রেণি ও আন্ত: শাখা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে স্থানীয় এনজিও সংগঠন এমসিডা’র আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর আমির হোনেস,মনিটরিং অফিসার মো: রুকনুজ্জামান ও এমসিডার সভাপতি মো: মিজানুর রহমান আলম।

অনুষ্ঠানে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী মো: ইউসুফ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: সাইফুর ইসলাম, সহকারী প্রগ্রোমার নাজমুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার দেব, পানি উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ।

এর আগে বিজ্ঞান মেলা পরিদর্শন করেন নডর ডমস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলার্স ক্রুজ, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, স্কালের সহকারী প্রধান শিক্ষব মো: আব্দুর রহমান, বিজ্ঞান মেলার আহবায়ক বিধান চন্দ্র দত্ত ও শিক্ষক সুর্ধেন্দু ভট্টাচার্য্য প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানিদের হাতে পরুস্বার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ