কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখাকে সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার হীড বাংলাদেশ কনফারেন্স হলরুমে কমলগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বী এর সভাপতিত্বে ও যুবদল নেতা মেহেদী হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের অন্যতম সদস্য আবু জলিল জুনেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমন আহমেদ তরফদার, জিয়া উদ্দিন পলাশ, ইজ্জাদুর রহমান, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক যুবনেতা আব্দুল মুহিত চৌধুরী, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ রুমন আলী, যুগ্ম আহবায়ক আব্দুল রুবেল ভূঁইয়া, আব্দুর রহমান রুবেল, উপজেলা যুবদলের সদস্য সৈয়দ তারেক আহমদ, সাবেক ছাত্রনেতা সেলিম সরোয়ার চৌধুরীসহ আরো অনেকে।
মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর ও জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর যুবদলের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।