সোমবার, ১২ মে ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী ছিলেন বিদগ্ধ আলেমে দ্বীন, ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা। রেশমী রুমাল আন্দোলন, মাল্টার বন্দিজীবন ও জগদ্বিখ্যাত উলামা তৈরীর মাধ্যমে তিনি ইতিহাসে অনন্য। সাম্রাজ্যবাদ, ভিন ধর্ম, সংস্কৃতি ও দর্শনের আগ্রাসনের কবল থেকে স্বদেশের সার্বভৌমত্ব ও ইসলামী সমাজব্যবস্থা রক্ষায় আপোষহীন সংগ্রামে তাঁর জীবন আমাদেরকে পথনির্দেশ করে। শায়খুল হিন্দ রহ. আমাদের জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের এমন অতুলনীয় ও অবিচ্ছেদ্য চরিত্র, যার অবদান ও আলোচনা কখনও শেষ হবে না।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে শাইখুল হিন্দ কনফারেন্সে প্রধান বক্তার বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন- ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্বদানকারী সংগঠন জমিয়ত উলামায়ে ইসলাম। শতবর্ষের ঐতিহ্যে লালিত সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করেছিল। জুলাই-আগষ্টের আন্দোলনেও ছিল জমিয়তের অগ্রণী ভুমিকা।
দিন ব্যাপী কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক।
মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা শেখ বশীর আহমদ ও মাওলানা শেখ জয়নাল আবেদীন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ক্বাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জমিয়তের সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী।
কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করিম ক্বাসেমী, মুফতি নাসির উদ্দিন খান, হাফিজ মাওলানা তাফহীমুল হক, মুফতি এখলাছুর রহমান রিয়াদ, মাওলানা আব্দুল আজিজ মাদানীসহ জেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
বক্তারা, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকারের সকল নির্বাচনে জমিয়তের প্রতিনিধি অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত কনফারেন্সে জেলা, উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ ছাড়াও তৌহিদা জনতা দলে দলে অংশগ্রহণ করেন।