সোমবার, ১২ মে ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় বাহুবল বিসমিল্লাহ কমিনিটি ও পার্টি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বক্তারা বলেন, কালবেলার দুই বছরে পাঠকের মন জয় করেছে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছে যা সরকারের বিভিন্ন মহলে নজরে এসেছে এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কালবেলার এই জনমুখী লেখুনি অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল মডেম থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম। দৈনিক কালবেলা বাহুবল প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীরের সঞ্চালনায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সোহেল আহমেদ কুটি, সহ সভাপতি আব্দুল আউয়াল তহবিলদার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পাদক কামরুল উদ্দিন ইমন, সিনিয়র সাংবাদিক এফ আর হারিছ, জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি মামুন চৌধুরী, সাংবাদিক জুবায়ের আহমেদ, আমির আলী, নিছফা আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তোফায়েল আহমেদ, হাফিজুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মশিউর রহমান সাদী, পল্লী বন্দু ফরিদ, রুবেল হোসাইনসহ প্রমুখ।