করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক ১

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. আমিনুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও চা বাগানের ফেক্টরির সমানে থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেন। মো. জুয়েল মিয়া (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জুয়েল মৌলভীবাজার সদর উপজেলার গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর শ্রীমঙ্গল পৌর এলাকার আরামবাগ এলাকা থেকে মিলন রবিদাস নামের এক ব্যক্তির হিরো হোন্ডাটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মিলন বাদী হয়ে একটি মামলা দয়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ