করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসককে শোকজ

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ ফরহাদ আহমেদ চৌধুরীকেকে কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির কারন ব্যাখ্যা করতে শোকজ করেছে কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নুসরাত জাহান স্বাক্ষরিত কারন দর্শাও নোটিশে বলা হয়েছে , ডাঃ ফরহাদ আহমেদ চৌধুরী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত গত ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সময়কাল পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন।এ ধরনের অনুপস্থিতি কর্তব্য কাজে অবহেলা,গাফিলতি ও উদাসীনতার পর্যায়ে পড়ে এবং উক্ত কর্মকান্ড চাকুরী বিধির পরিপন্থী। এরকম অনুপস্থিতির বিষয়টি কেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না কিংবা বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে না ৩ দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাঃ ফরহাদ আহমেদ চৌধুরী কারন দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন কি না জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নুশরাত জাহানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘ডাঃ ফরহাদ শোকজের জবাব দিয়েছেন।’

উল্লেখ্য ১০ অক্টোবর কয়েকটি পত্রিকায় ‘ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ