করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আবারও শ্রীমঙ্গল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে মাদক উদ্ধার 

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ২৯ সেপ্টেম্বর শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড অফিসের সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ মো. আলাল উদ্দিন (৫৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডেস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে মাদক কারবারি পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা চা পাতা পাঠানোর নাম করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে গাঁজা নিয়ে এসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেরপুর ও পটুয়াখালীতে পাঠানোর চেষ্টাকালে পুলিশ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কুরিয়ার সার্ভিসের বুকিং মেমো থেকে প্রাপক-প্রেরকের নাম-ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ করে চারজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ