সোমবার, ১২ মে ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃচুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৫ অক্টোবর)শনিবার বিকাল ৩টা থেকে মাগরিব পর্যন্ত পবিত্র সিরাতুন্নবী(সাঃ)উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির আ.হ.ম কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী হবিগঞ্জ জেলার নায়েবে আমির মাওলানা মোখলেসুর রহমান,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কাজী মহসিন আহমেদ,মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।এছাড়া আরো উপস্থিত ছিলেন চুনারঘাটের বিশিষ্ট মুরব্বি ও জামে মসজিদের সভাপতি আরজু মিয়া মাস্টার,চুনারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,জামায়াতে ইসলামী নেতা ও ৫ নং শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.নজরুল ইসলাম,উপজেলা জামায়াত নেতা ইদ্রিস আলী, চুনারুঘাট পৌর জামায়াতের সভাপতি মীর সাহেব আলী,হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম,ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি ফুয়াদ হাসান,মোস্তফা কামাল,আব্দুল হাফিজ ও খলিলুর রহমান,ইসলামী ছাত্রশিবির চুনারঘাট উপজেলার সভাপতি শফিকুল ইসলাম সেক্রেটারি মারুফ আহমেদ প্রমুখ।