শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য্য নিয়োগ দেয়া হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদকে উক্ত পদে নিয়োগ দেয়া হয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ^বিদ্যালয় শাখার উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য তাকে উক্ত পদে নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নতুন উপাচার্য নিয়োগ পাওয়া প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ বলেন, আমি প্রথমেই আল্লাহ্ রাব্বুল আলআমিনের নিকট শুকরিয়া আদায় করছি। আমি যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ সব ক্ষেত্রে মান উন্নয়নে কাজ করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া চাই।