• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে চোরাইমালসহ গ্রেফতার ১

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে:
নবীগঞ্জ শহরতলীর একটি  কামার দোকানের দুঃসাহসিক চুরির ঘটনায় চোরাই মাল সহ একজন কে গ্রেফতার করেছে পুলিশ। আসামি দুই দিনের রিমান্ডে জিজ্ঞসাবাদ করলে সব রহস্য প্রকাশ করেন।
জানাযায়,গত ১০/০৯/২০২৪ইং তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকার সময় নবীগঞ্জ থানাধীন হবিগঞ্জ টু নবীগঞ্জ রোডস্থ কর্মকার সুকুমার চন্দ্র দেব (৫৩), পিতামৃত- শ্রী সুবল চন্দ্র দেব, সাং- গয়াহরি, ইউপি- নবীগঞ্জ সদর, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ তাহার দোকান খুলিয়া দেখেন যে, তাহার দোকানের পিছনের দরজা খোলা।
বাদী ডাক চিৎকার করিলে সাক্ষীগণ সহ আশপাশের লোকজন বাদীর দোকান ঘরে আসিলে দেখতে পান যে, অজ্ঞাতনামা চোরেরা বাদীর দোকান ঘরের পিছনের দরজা ভাঙ্গিয়া বাদীর ঘরে থাকা লোহা তৈরী দা, বডি দা, কুদাল ও চরতা মূল্য অনুমান জিনিস পত্রসহ ৯৭,৭০০/- (সাতানব্বই হাজার সাতশত) টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে নবীগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-১৯/০৯/২০২৪খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/মোঃ সুমন মিয়া মামলার তদন্তভার প্রাপ্তি পর গত ১৯/০৯/২০২৪ইং তারিখ সিলেট ওসমানীনগর থানাধীন তাজপুর বাজার হইতে আসামী  মোঃ জাফর মিয়া (২৫), পিতা-মোঃ ছমির মিয়া, স্থায়ী: গ্রাম- সৎপুর (টেকির বাজার), থানা বিশ্বনাথ, জেলা-সিলেটকে ১৮ পিছ লোহার তৈরী বডি দা মূল্য অনুমান ৭,২০০/-(সাত হাজার দুইশত) টাকা উদ্ধার পূর্বক উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করেন।
বিজ্ঞ আদালতের নির্দেশে উক্ত আসামীকে ২ দিনের পুলিশ রিমান্ডে আনিয়া নিভিরভাবে জিজ্ঞাসাবাদ করিলে আসামী উক্ত মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং চুরি যাওয়া অবশিষ্ট মালামাল এসএমপি-সিলেট-এ কাজীরবাজার রেখেছে বলে জানায়।
মোঃ জাফর মিয়া স্বীকারোক্তি ও দেখানো মতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মো: কামাল হোসেন, পিপিএম-এর দিক নির্দেশনায় গ্রেফতারকৃত আসামী মো: জাফর মিয়ার স্বীকারোক্তি ও দেখানো মতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নি:)/মো: সুমন মিয়া সঙ্গীয় এএসআই (নিঃ)/সুব্রত কুমার দাশ ও ফোর্সসহ অদ্য ৩০/০৯/২০২৪ইং তারিখ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানাধীন কাজিরবাজার হইতে মামলার বাদী সুকুমার দাস এর সনাক্তমতে বাদীর চোরাই যাওয়া আরো লোহার তৈরী ২৬  পিচ দা, ২০  পিচ বডি দা, ২৫ পিচ লোহার তরৈী কোদাল, ১২ পিচ চরতা সর্বমোট ২৫,৮০০/-(পচিশ হাজার আটশত) টাকার মালামাল উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ চোর গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি এসেছে।
এ বিষয় নিয়ে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, আমরা বিষয় টি নিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামি গ্রেফতার করি। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে মালামাল উদ্ধার করেছি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ