শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি, অনিয়মসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে অভিযুক্ত অধ্যক্ষের অপসারণের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এ সময় মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট রহমতে এলাহী, সালেহ আহমেদ সানু, ইকবাল আহমেদ, ফজলুল হক নজির, মীর্জা ফয়সল, মোহাম্মদ নোমান, মোঃ সুমন, সোহেল আহমেদ চৌধুরী, মোঃ রাশেদ, হাফিজুর রহমান সুয়েব, মাহফুজ মিয়া প্রমূখ ।
জানা গেছে, বর্তমান অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের নিয়োগ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ বিধি ভঙ্গ করে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির কর্তৃক মোঃ শাহাবুদ্দিনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ পরিশিষ্ট ‘ঘ’ অনুযায়ী অধ্যক্ষ হওয়ার জন্য কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ অথবা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে তিন বছরের অভিজ্ঞতা নাই।