শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনার ৫ দিন পর ৬০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে নিহতের বড় ভাই।
সোমবার দুপুরে মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান।
তিনি জানান, নিহত ওয়াহিদ মিয়ার বড় ভাই সানু মিয়া বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন,সেটা এফআইয়ার হিসাবে গ্রহন করা হয়েছে।
গত মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর উপজেলার বাবনাকান্দি গ্রামের হাজী রফিকউল্লাহর ছেলে আরজু মিয়ার সঙ্গে তার আপন ভাই আব্দুল হাইর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল সাড়ে ৮টার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় ওয়াহিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।