শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের উদ্যোগে ও হবিগঞ্জ জেলা উশু এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ১৬তম বেল্ট ও সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী স্কুলে সনদ প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন হবিগঞ্জ জেলা উশু এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আজিজুর রহমান ফয়সাল ও প্রশিক্ষক আজিজ আহমেদ নিয়াজের সঞ্চালনা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব এর জাতীয় উশু কোচ ও প্রধান প্রশিক্ষক বাবুল আহমেদ রুবেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা উশু এসোসিয়েশনের সদস্য সচিব রিভা আক্তার
প্রধান অতিথি বলেন- আমি উপজেলা প্রশাসন আয়োজনে নারীদের নিয়ে ৩ মাস ব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণ করাবো।